Saturday, December 13, 2014

ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে অভিনেত্রীর ধর্ষণ মামলা

by Unknown  |  at  8:07 AM

‘কিছু আশা কিছু ভালবাসা’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে  নবাগত অভিনেত্রী নাজনিন আকতার হ্যাপী ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন জাতীয় ক্রিকেট দলের সদস্য রুবেল হোসেনের বিরুদ্ধে।


ঢাকার মিরপুরের মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন ৯/১ ধারায় মামলাটি দায়ের করেছেন হ্যাপী। শনিবার সন্ধ্যায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৩৭। এই অভিনেত্রী অভিযোগ করে বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে রুবেল তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে বলেও দাবি করেন।


“ফেইসবুকের মাধ্যমে  রুবেলের সঙ্গে প্রায় এক বছর আগে হ্যাপীর পরিচয় হয়।” “বিয়ের কথাবার্তা চলার মধ্যে আরেক মেয়ের সাথে সম্পর্ক করে তোলে রুবেল।


বিশেষ সূত্রে  জানা  যায় , কমার্স কলেজের কাছে রুবেলের একটি ফ্লাট আছে। ওই ফ্লাটে হ্যাপীর যাওয়া-আসা ছিল।“মামলায় বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ার অভিযোগ আনা হয়েছে।”

সূত্র:  অনলাইন খবর

0 comments:

Proudly Powered by Blogger.