Tuesday, October 1, 2013

সাকার ফাঁসি

by Unknown  |  at  6:26 AM

হত্যা, গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, নির্যাতন, দেশান্তরকরনের মতো মানবতাবিরোধী অপরাধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে (সাকা) ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীর মঙ্গলবার দুপুরে এ রায় দেয়া হয়। এসময় সালাহউদ্দিন কাদের চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন।

বিচারপতি এটিএম ফজলে কবীর বলেন, "সাকার বিরুদ্ধে গঠিত ২৩টি অভিযোগের মধ্যে ৯টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।"

তিনি আরো বলেন, " ৩,৫,৭,৮ নং অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ২,৪,৭ নং অভিযোগে ২০ বছরের কারাদণ্ড এবং ১৭,১৮ নং অভিযোগে তাকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।"

রায়ের সাথে সাথে ট্রাইব্যুনালের বাইরে অপেক্ষমাণ মুক্তিযোদ্ধা,শাহবাগের গণজাগরণ মঞ্চে উপস্থিত হাজারো জনতাসহ দেশের বিভিন্নস্থানে শুরু হয় উল্লাস।


এর আগে বেলা ১১টা থেকে রায় পড়া শুরু হয়। ১৭২ পৃষ্ঠার এই রায়ের প্রথম অংশ পড়ছেন বিচারপতি আনোয়ারুল হক।

রায়ে সাকা চৌধুরীর বিরুদ্ধে ২ নং অভিযোগ মধ্য গহিরায় গণহত্যা, ৪ নং জগৎমল্লা পাড়া গণহত্যা, ৫ নং বণিকপাড়ার সুলতানপুরে গণহত্যা, ৬ নং ৬৯ পাড়া গণহত্যা, এবং ৭ নং অভিযোগ সতিশ চন্দ্র পালিত হত্যা প্রমাণিত হয়েছে। ৮নং অভিযোগ চট্টগ্রাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোজাফফর আহমেদ ও তার ছেলে শেখ আলমগীরকে হত্যা, ১১ নং শাকপুরা গ্রামে গণহত্যা, ১৭ নং শিকারপুর ইউপি চেয়ারম্যান শামসুদ্দিনেক ধরে নিয়ে নির্যাতন ও ১৮ নং বোয়ালখালীর এখলাস মিয়াকে ধরে নিয়ে গুডস হিলে নির্যাতনের পর হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে।

তবে ১নং অভিযোগ গুডস হিল নির্যাতন কেন্দ্রে নিয়ে সাতজনকে নির্যাতনের পর হত্যা প্রমাণিত হয়নি। এছাড়াও প্রমাণিত না হওয়া অভিযোগগুলো হলো- এক নম্বর গুডস হিলে সাতজনকে অপহরণ করে ও নির্যাতন, ১০ নং মানিক ধরের বাড়ি লুট, ১১ নং বোয়াল খালী গণহত্যা, ১২ নং বিজয় কৃঞ্চ ও দুইজনকে হত্যা, ১৪ নং হানিফ হত্যা, ১৯ নং মাহবুব আলম হত্যা, ২০ নং এখলাস হত্যা এবং ২৩ নং সলিমুল্লাহর উপর নির্যাতন।

অন্যদিকে ৯,১৩,১৫,১৬,২১,২২ নং অভিযোগে রাষ্ট্রপক্ষ সাক্ষ্য হাজির করতে পারেনি।

সকাল ১০টায় পুলিশি পাহারায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়ে।

সোমবার কড়া নিরাপত্তার মধ্যে সাকা চৌধুরীকে কাশিমপুর কারাগার থেকে কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, ধর্মান্তরে বাধ্য করার মতো ২৩টি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত
বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলার রায় দিবে ট্রাইব্যুনাল।

রায়কে কেন্দ্র করে পুরো ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

https://www.facebook.com/Online.Khobor

0 comments:

Proudly Powered by Blogger.