Friday, December 12, 2014

উত্তরায় পাওয়া গেল ১ মাস আগের অজ্ঞাত ব্যক্তির লাশ

by Unknown  |  at  2:30 AM








ঢাকার উত্তরায় ১৪ নাম্বার সেক্টরের ১৯ নাম্বার রোডের পুর্ব পাশে পানির কাজ করতে গিয়ে একটি অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এই লাশটি প্রায় ১ মাস আগের।

আমাদের বিশেষ প্রতিনিধি সুখন সরকার বলেন, উত্তারায় ১৪ নাম্বার সেক্টরের ১৯ নাম্বার রোডের পুর্ব পাসে কিছু লোক পানির কাজ করতে আসেন। তখন তারা পানির পাইপে কাজ করতে গিয়ে অনেক গন্ধ পান। তখন তারা সবাই মিলে পাইপ ভেঙ্গে দেখে একটি লাশ, যা কিনা প্রায় কঙ্কাল হয়ে আছে। তাৎক্ষনিক ভাবে স্থানীয় পুলিশকে জানায়।


পুলিশ এসে লাশ নিয়ে যায়। কিন্তু এখন পর্যন্ত কোন মামলা হয়নি বলে আরেক পুলিশ কর্মকর্তা জানান।

বিস্তারিত : অনলাইন খবর

0 comments:

Proudly Powered by Blogger.