আহা! এ কী অধিনাকয়ত্ব দেখালেন মাশরাফি! যখনই জিম্বাবুয়ের ব্যাটিং লাইন
একটু একটু ভয় ছড়ানোর চেষ্টা করছিলো তখনই অধিনায়কত্বের তেলেসমতি দেখালেন
মাশরাফি। ক্রিকেট প্রজ্ঞা কতোটা প্রখর হলে এমনটি করা যায়! জিম্বাবুয়ের
ওপেনিং জুটি তখন বড় হয়ে যাচ্ছে। প্রয়োজনের চেয়ে দ্রুত গতিতে রান তুলছেন
সেকান্দার রাজা ও হ্যামিল্টন মাসাকাদজা। তখনই মাশরাফি পরম ভরসায় বল তুলে
দেন সাকিবের হাতে। সাকিব আশাহত করেননি। ভেঙেছেন জুটি।
এর পর তৃতীয় উইকেটে মাসাকাদজা ও টেলর যখন আবার আতঙ্ক ছড়াচ্ছেন,
মাশরাফি তখন বেছে নিয়েছেন রিয়াদকে। ফলও পাওয়া গেছে হাতেনাতে। নিজের
প্রথম ওভারের তৃতীয় বলেই সফল রিয়াদ! মাশরাফি ঠিকই বুঝতে পেরেছিলেন
কিভাবে ভাঙতে হবে জিম্বাবুয়ের জুটি।
অধিনায়কত্ব ফিরে মাশরাফি যেনো আরো বেশি প্রজ্ঞাবান হয়ে উঠেছেন! বল
হাতে নিজেও নিয়েছেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট। নিজ কোটা পূরণ না করে বল
করিয়েছেন সতীর্থদের দিয়ে। দলের কথা ভেবেই অধিনায়কত্বের ঝলক দেখিয়েছেন
তিনি। পরে আরো অন্তত দুটি জায়গায় মাশরাফির বোলিং পরিবর্তনের কৌশলের
সামনেই ধরা খেয়েছে জিম্বাবুয়ে।
অধিনায়কত্বের এ দফায় হয়তো নতুন ইতিহাসই গড়ে দেখাবেন মাশরাফি। শুরুটা কিন্তু সেই আভাসই দিলো!
সূত্রঃ অনলাইন খবর
0 comments: