চিন্তার দিন শেষ! বনে, জলে জঙ্গলে লো কানেকটিভিট জায়গায় আপনি রয়েছেন,
ইন্টারেনেট কোনও ভাবেই ব্যবহার করতে পারচ্ছেন না। এমন বিপদে পড়লে কী
করবেন? এমন সদস্যার সমাধার নিয়ে এসেছে বি-বাউন্ড (Be-Bound) অ্যাপস। খবর
জি নিউজের।
বি-বাউন্ড অ্যাপের নতুনত্ব হলো লো ব্যান্ডউইথ জায়াগায় আপনি এই অ্যাপের
মাধ্যমে খুব সহজে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ওয়াইফাই, থ্রিজি
নেটওয়ার্কের কোনও দরকার নেই। শুধু স্মার্টফোনে ডাউনলোড করুন বি-বাউন্ড
অ্যাপসটি। অ্যাপ লোড করার পরই ইমেল, আবহাওয়া রিপোর্ট, নিউজ, স্টক সবকিছু
আপনার হাতের মুঠোয়। এই অ্যাপ ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে।
ইন্টারনেটের সাশ্রয়ও হবে।
সূত্রঃ অনলাইন খবর
0 comments: