Saturday, December 13, 2014

কিমকে এক রাতের বিনিময়ে এক মিলিয়ন ডলার দিচ্ছেন সৌদি প্রিন্স

by Unknown  |  at  8:13 AM

টিভি ব্যক্তিত্ব ও মডেল কিম কার্দাশিয়ানকে এক রাত কাটানোর বিনিময়ে এক মিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছেন সৌদি আরবের এক প্রিন্স । এ প্রস্তাব কিম ইতোমধ্যেই গ্রহণ করেছেন বলে সূত্র জানিয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টেলিগ্রাফ।


সৌদি আরবের সেই প্রিন্স আগামী জানুয়ারিতে তার সঙ্গে এক রাত কাটানোর জন্য আমন্ত্রণ জানিয়েছেন কিমকে। প্রস্তাবদাতা আদেল আল-ওতায়েব নামে সেই প্রিন্স সৌদি রাজপরিবারের সদস্য।

আর মিলিয়ন ডলারের সেই প্রস্তাব কিম গ্রহণ করেছেন বলে জানিয়েছে সূত্র।

সূত্র জানিয়েছে, ইন্সটাগ্রামের মাধ্যমে এ নারী তারকাকে প্রস্তাব পাঠান সৌদি সেই প্রিন্স। সে সময়েই তিনি প্রতি রাতের জন্য এক মিলিয়ন ডলার করে প্রদান করার প্রস্তাব দেন।

তবে এ প্রস্তাব গ্রহণ করেছেন কি না, তা প্রকাশ করেননি কিম কার্দাশিয়ান। অবশ্য এর আগে ২০১৩ সালে ভিয়েনায় এক পার্টিতে ৮১ বছর বয়সী এক বিলিয়নেয়ারকে সঙ্গ দেওয়ার বিনিময়ে পাঁচ লাখ ডলার নিয়েছিলেন কিম

সূত্র:  : অনলাইন খবর

0 comments:

Proudly Powered by Blogger.